আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন।

২৫ নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, মধ্যরাতে গুরবুজ জেলার স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।


মুজাহিদের দাবি, হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন। এরমধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে রয়েছে। এছাড়া, বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
তিনি আরও জানান, খোস্ত ছাড়াও কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনী আরো কয়েকটি হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
পাকিস্তানের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available