• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৩৪:৩৭ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

সিরিয়ার ভেতরে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু, জাতিসংঘের নিন্দা

২০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১০:২৬

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণে ইসরায়েলের দখলে থাকা বাফার জোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরকে উসকানিমূলক উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে সিরিয়া ও জাতিসংঘ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের সুযোগে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোন দখল করে সেখানে সেনা মোতায়েন করে ইসরায়েল।

Ad

১৯ নভেম্বর বুধবার নেতানিয়াহু সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে ওই অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের প্রকাশিত এক ভিডিওতে দেখায়—একটি সামরিক আকাশযান থেকে দখলকৃত এলাকায় নামছেন নেতানিয়াহু। এসময় পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি অবস্থানরত সেনাদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশংসা করেন।

Ad
Ad

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি ইব্রাহিম ওলাবি বলেন, “আমাদের সরকার এই উসকানিমূলক সফরের কঠোর নিন্দা জানায়। এটি ইসরায়েলের সিরিয়া ও সিরিয়ার জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনেরই প্রতিফলন।” তিনি আরও বলেন, “জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি আমাদের আহ্বান—এই ধরনের লঙ্ঘন বন্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের এই সফরকে “উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সমাবর্তন ঘিরে বর্ণিল সাজে হাবিপ্রবি
২০ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:২২











Follow Us