আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য বলে দাবি করছেন, ঠিক তখনই তার সব জল্পনা নস্যাৎ করে ২০২৫ সালের এ পুরস্কার জিতেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রের কর্মী মারিয়া কোরিনা মাচাদো। তবে নোবেল ঘোষণার পরপরই তিনি এই পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণকে এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৫৮ বছর বয়সী মাচাদো এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার দুঃখভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনের প্রতি তার সিদ্ধান্তমূলক সহায়তা করছেন!
তিনি আরও বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন ও সহযোগিতার ওপর বিশ্বাস রাখছি।
মাচাদো দীর্ঘকাল ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক চাপকে সমর্থন করে আসছেন।
ভেনেজুয়েলার উপকূলে বিশাল মার্কিন নৌবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপকেও তিনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available