আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির অংশবিশেষ গ্রহণ করছে। এরপরও ইসরায়েল গাজা শহরে অসংখ্য বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। চলমান এই হামলায় ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেল। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমর্থনে গাজার একটি ২০-দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছিলেন। এই পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি, হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহারের রূপরেখা দেওয়া হয়েছিল। হামাস এই প্রস্তাবের অংশবিশেষ গ্রহণ করলেও ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৭৪ জন নিহত ও এক লাখ ৬৯ হাজার ৪৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available