আন্তর্জাতিক ডেস্ক: দুই মাসেরও কম সময়ের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামটাচকা উপদ্বীপ। আজ শনিবার ৭ দশমিক ৪ মাত্রায় কেঁপে ওঠে এলাকাটি। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৩৯ দশমিক ৫ কিলোমিটার।
শক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। সেই সঙ্গে সকল জরুরি পরিষেবাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনও গুরুতর ক্ষয়ক্ষতির কোন তথ্য মেলেনি। তবে বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে ৩০ জুলাই একই উপদ্বীপে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার ভূকম্পন। সেসময়ও সুনামি সতর্কতায় সরিয়ে নেওয়া হয় উপকূলের বাসিন্দাদের। শক্তিশালী ভূমিকম্পের কারণে রাশিয়ার ক্রাশেনি-নিকভ আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available