আন্তর্জাতিক ডেস্ক: ইরান আলোচনা করতে আগ্রহী এবং সে লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

১১ জানুয়ারি রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে চলমান সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন।


ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চান।’
এর আগে ইরানে বিক্ষোভ দমনে সহিংসতা অব্যাহত থাকলে ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনার কথা জানান ট্রাম্প। সে প্রেক্ষাপটে এই আলোচনার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন রাজনৈতিক সংকটের মুখে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে।
বর্তমানে রাজধানী তেহরানসহ মাশহাদ, ইসফাহানসহ অন্তত ১০০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available