আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের হোজাই জেলায় ট্রেনের ধাক্কায় অন্তত আটটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি হাতির শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

আজ ২০ ডিসেম্বর শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। রেলওয়ে ও বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি হাতির পাল রেললাইন পার হওয়ার সময় সাইরাং থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হননি।


বন কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আটটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে পৌঁছে উদ্ধার ও লাইন সচল করার কাজ শুরু করেন।
লাইনচ্যুত বগি এবং রেললাইনে হাতির দেহাংশ পড়ে থাকায় আপার আসাম ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগির যাত্রীদের ট্রেনের অন্যান্য বগির খালি আসনে সাময়িকভাবে স্থানান্তর করা হয়। গুয়াহাটিতে পৌঁছানোর পর অতিরিক্ত কোচ যুক্ত করে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে বলে জানানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলটি কোনো নির্ধারিত হাতির চলাচলপথ নয়। ট্রেনচালক দূরে হাতির পাল দেখে জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত মাসেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available