• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ রাত ০৮:২০:৩৯ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

২১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:৩৬

সংবাদ ছবি

সাদিক রহমান (যুক্তরাষ্ট্র) নিউইয়র্ক প্রতিনিধি: মানবতা আর ভ্রাতৃত্ববোধ এর মাধ্যমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে।

দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এদিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের কোল আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস ধারণ করেই বিশ্বের অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীদের মতো নিউজার্সিতে বসবাসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা দিবসটি গত ১৭ বছর ধরে উদ্‌যাপন করছেন।
বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গেনাইজশন নাইজেশনের উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর ওই শোভাযাত্রাটি বিকাল ৫টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

এ সময় সেখানে সংগঠনটির সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সাধারণ সম্পাদক মিল্টন দাশ, সহ-সভাপতি প্রসূন কান্তি তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক শুভ ভট্টাচার্য, সহ সম্পাদক মান্না চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক নিবেদিতা মজুমদার,  অ্যাডভোকেট দর্পন দে, অশোক দেব,  দিবা দেব, হরে কৃষ্ণ রায়, দিবাকর দাশ, অনিক সেন , গৌতম কান্তি ঘোষ, সুপেন্দ্র কুমার দেব, মিহির দে।

ওয়াইন সিটির মহাত্মা গান্ধী মন্দিরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগর সংকীর্তন সহকারে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয়। এতে নিউজার্সির বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ, ভারত, নেপাল বংশোদ্ভূত উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি স্থানীয় আমেরিকান শ্রী কৃষ্ণের অনুসারীরা ব্যানার, ফেস্টুন ও রাধা কৃষ্ণ সেজে শোভাযাত্রার অংশ গ্রহণ করে।
শোভাযাত্রা শেষে মন্দিরে বাংলাদেশ হিন্দু ওয়েলফেয়ার অর্গেনাইজেশনের শিল্পীরা নাম সংকীর্তন, ধর্ম সম্মেলন, লীলা কীর্তন, ভগবানের বাল্যকাল নিয়ে শিশু কিশোরদের অনুষ্ঠান পরিবেশন করেন। জন্মাষ্টমীকে ঘিরে মন্দিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিলো ।

নিউজার্সির এই জন্মাষ্টমী মহোৎসবকে সফল করার জন্য সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকরা। 
সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবারের জন্মাষ্টমীর মহাপ্রসাদ নিবেদনে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী বীণাপাণি ভট্টাচার্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ