ওমর ফারুক (মালদ্বীপ): প্রবাসে প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আগামী নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাত্রা যুক্ত করবে।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রবাসে সদস্যপদ নবায়ন,সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
২ নভেম্বর রোববার মালদ্বীপ সময় বিকেল ৫টায় এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান বলেন, এই প্রথম প্রবাসে বিএনপিকে বিশ্বাস করে এমন সব ব্যক্তিকে দলের অফিসিয়াল সদস্যপদ দেয়ার ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনা সুদূরপ্রসারী ফলাফল বয়ে আনবে বলেও প্রত্যাশা করেন তিনি।
একই সাথে তার নেতৃত্বে রাজধানী মালের সী-বিল্ডিংয়ের হলরুমে দুইটি এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হয়েছেন দলটির মালদ্বীপ শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।
‘দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণায় বিভিন্ন দেশের মতো মালদ্বীপ বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। আর এই অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, হোসেন সুমন, বাবুল হোসেন, মো. ফারুক, আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, মুক্তার হোসেন মুক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক প্রমুখ।
উদ্বোধনীয় এই অনুষ্ঠানে আরও ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available