স্পোর্টস ডেস্ক: ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ হালনাগাদে ৯১১.১৯ রেটিং পয়েন্ট নিয়ে লাল-সবুজরা এখন অবস্থান করছে ১৮০ নম্বরে, যা গত নয় বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং।

এর আগে, ২০১৬ সালের মে মাসে বাংলাদেশ ছিল ১৭৮তম স্থানে। এরপর দীর্ঘ সময় পাড়ি দিয়ে ২০১৭ সালের শেষ দিকে নেমে যায় ইতিহাসের সর্বনিম্ন ১৯৭তম স্থানে। সেখান থেকেই ধীরে ধীরে উন্নতির পথে ফিরতে থাকে দলটি। ২০১৯ সালের এপ্রিলে নব্বইয়ের ঘরে ফেরার পর এবারই সবচেয়ে ভালো অগ্রগতি দেখা গেল।


১৮ নভেম্বর মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে জয় তুলে নেয়। রাকিব হোসেনের দারুণ অ্যাসিস্ট থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। ভারতের বিপক্ষে শেষ তিন মুখোমুখিতে এটাই বাংলাদেশের দ্বিতীয় জয় এবং কোনো হার নেই।
অন্যদিকে এই হারের ফলে ৬ ধাপ পিছিয়ে ১৪২তম স্থানে নেমে গেছে ভারত। যা এবারের র্যাঙ্কিংয়ে যৌথভাবে সর্বোচ্চ অবনতি। ভারতের রেটিং পয়েন্ট কমে ১০৯৬.৬৫ থেকে দাঁড়িয়েছে ১০৭৯.৫২ পয়েন্টে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available