• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ সকাল ১১:৪২:১২ (19-Aug-2025)
  • - ৩৩° সে:

পরিবেশ

বিডা কর্মচারী সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

১৯ আগস্ট ২০২৫ সকাল ০৯:২৪:২৯

সংবাদ ছবি

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৮ আগস্ট সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহোদয়ের নেতৃত্বে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য যে, বিডার নির্বাহী সদস্য ও সচিব জনাব মোখলেসুর রহমান ডেমো ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫-এ সভাপতি পদে নির্বাচিত হন জনাব মুহম্মদ আবুল কালাম। সহ-সভাপতি পদে জনাব আব্দুল হাকিম গাজী ও জনাব জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে মিজ মেহজাবিন তাসকিন ও ফরিদা বেগম নির্বাচিত হন। এছাড়াও অর্থ সম্পাদক পদে জনাব নূর আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মিস শাহীন আক্তার, যুগ্ম সম্পাদক পদে ফরিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মনিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে জনাব আবদুল মতিন এবং প্রচার সম্পাদক পদে জনাব মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত প্রতিনিধিগণ আগামী এক বছর বিডা কর্মচারী সংসদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রক্রিয়ায় বিডার মহাপরিচালক জনাব গাজী এ. কে. এম. ফজলুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিডার উপপরিচালক জনাব সুজন দাশ গুপ্ত ও সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ