• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২২ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিনেতা গ্রেফতার

২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২২:১২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক: ‘ধুরন্ধর’ সিনেমার অভিনেতা নাদিম খানকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

অভিযোগে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে এক গৃহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের জন্য প্ররোচিত করার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অভিনেতা ও তার কর্মজীবন নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল বেড়েছে।

Ad
Ad

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগকারী নারী জানান, ২০১৫ সালে নাদিম খানের সঙ্গে পরিচয়ের পর তিনি তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। সেই সময় নাদিম তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন বলে অভিযোগ। দীর্ঘ সময় পার হলেও বিয়ে না করায় শেষ পর্যন্ত তিনি আইনি পদক্ষেপ নেন।

মামলাটি প্রথমে মহারাষ্ট্রের ভারসোভা থানায় দায়ের করা হয়। পরে তা মালবানি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর নাদিম খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের তদন্ত চলছে।

নাদিম খান দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা, টেলিভিশন, ওটিটি ও মঞ্চে কাজ করে আসছেন। তিনি মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তার কাজের তালিকায় রয়েছে ‘মিমি’, ‘মুকাব্বর: দ্য স্টোরি অব আ স্পাই’, ‘মিসেস সিরিয়াল কিলার’, ‘ধড়ক’সহ একাধিক প্রযোজনা। বিভিন্ন সময়ে অমিতাভ বচ্চন, আসরানি, আদিল হুসাইন, সঞ্জয় মিশ্র, কৃতি শ্যানন ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করেছেন তিনি।

সবশেষ আদিত্য ধর পরিচালিত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’–এ দেখা গেছে নাদিম খানকে। সেখানে তিনি আহলক চরিত্রে অভিনয় করেন, যিনি রেহমান ডাকাইতের বাবুর্চি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফেব্রুয়ারিতে ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ
ফেব্রুয়ারিতে ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:০৮



ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব
ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব
২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৮:৫১






Follow Us