• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯

সংবাদ ছবি

বিনোদন ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে জমকালো ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। উৎসবের লালগালিচায় বসেছে হলিউড ও বলিউড তারকাদের মিলনমেলা। সেখানে বিশেষ নজর কেড়েছেন বলিউডের ঐশ্বরিয়া রাই; এছাড়াও আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার সখ্যতা ও আলাপচারিতা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় উৎসবের পর্দা ওঠে। সেখানে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেসিকা অ্যালবা এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ খ্যাত তারকা ডাকোটা জনসনের সঙ্গে হাসিমুখে লেন্সবন্দি হন ঐশ্বরিয়া। তাদের এই আলাপচারিতার ভিডিও ও ছবি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। ভক্তরা তিন ভুবনের তিন তারকার এই একত্র হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই একে ‘সবচেয়ে অপ্রত্যাশিত মেলবন্ধন’ হিসেবে আখ্যায়িত করেছেন। ছবিতে তাদের সঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদকেও দেখা গেছে।

Ad
Ad

রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল বেশ আভিজাত্যপূর্ণ। এদিন তিনি সাদা-কালো রঙের একটি ব্লেজার স্টাইলের পোশাক বেছে নেন, যাতে ছিল সোনালী রঙের কারুকাজ। এ ছাড়া উৎসবের অন্য একটি লুকে তিনি ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন। সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস এবং স্মোকি আই মেকআপ। ফ্যাশন সচেতনদের মাঝে তার এই লুক বেশ প্রশংসিত হয়েছে।

লোহিত সাগরের তীরে আয়োজিত এই উৎসবটি মাত্র পাঁচ বছরেই বিশ্বের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান উৎসবের চেয়ারওম্যান জমানা আল রশিদ ও পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এবারের আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনসহ বেশ কয়েকজন কিংবদন্তি তারকাকে সম্মাননা জানানো হয়।

বলিউড থেকে ঐশ্বরিয়া ছাড়াও উৎসবে অংশ নিচ্ছেন অভিনেত্রী কৃতি স্যানন। শুক্রবার একটি বিশেষ সেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯

সংবাদ ছবি
কৃষি উদ্ভাবনে বৈশ্বিক স্বীকৃতি পেলো উইগ্রো
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:৪০

সংবাদ ছবি
বিশ্বকাপ ২০২৬ ড্র দেখবেন যেভাবে
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৬






Follow Us