বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরেই নাকি বার্ধক্যজনিত নানা কারণে ভুগছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।


কামিনী কৌশল দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন ৯০টিরও বেশি সিনেমায়। ‘নীচা নগর’ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র দুনিয়ায় তার পথচলা শুরু। সিনেমাটি ১৯৪৬ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল পামে ডি’ওর সম্মান জিতেছিল। এরপর ‘শহিদ’, ‘ নদীয়া কে পার’, ‘দো ভাই’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘পারস’, ‘ঝাঁঝর’, ‘আব্রু’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম সিনেমা ‘শহিদ’র নায়িকাও ছিলেন কামিনী কৌশল। অনস্ক্রিন কামিনী কৌশলের সঙ্গেই জুটি বেঁধেছিলেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চুটিয়ে কাজ করেছেন প্রবীণ এই অভিনেত্রী। দূরদর্শনে তার ‘চাঁদ সিতারে’ হয়ে উঠেছিল একটি আইকনিক শো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available