• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:৩৯:১৭ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু

৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৫:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত হওয়ায় আজ ৭ ডিসেম্বর রোববার থেকে আবারও শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা।

Ad

৬ ডিসেম্বর শনিবার শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি পালন করা হলেও শিক্ষার্থীদের স্বার্থে রোববার থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত রাখা হবে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার থেকে সব শ্রেণিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) অনুষ্ঠিত হবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচির ঘোষণা পরে জানানো হবে।

এর আগে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ, ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন স্কেল-সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পার হয়ে গেলেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

শিক্ষকদের ৩ দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির প্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

অপরদিকে, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিত করে সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করায় তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আন্দোলনে নেতৃত্বদানকারী অনেক শিক্ষককে নিজ জেলা থেকে অন্যত্র বদলির আদেশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us