নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, ভিসা সফলতা নিশ্চিতকরণ ও প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার জাপানে বাংলাদেশি ছাত্র সহায়তা সমিতি ‘বিএসএসএজে’র’ উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর প্রফেসর ড. মোহাম্মদ আনছারুল আলম এবং সভাপতিত্ব করেন বিএসএসএজে’র প্রেসিডেন্ট নাগামাৎসু ফারুক।
বক্তব্য রাখেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ড. মো. ফজলুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. ফারুক হোসাইন, কারিগরি প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সালাউদ্দিন, ইউনিভার্সিটি অব হিয়োগো, জাপান এর প্রফেসর ড. বিষ্ণু কুমার অধিকারী, জেবিসিআই ও সিইও, টেকনোব্রেইনস লিমিটেড’র ডিরেক্টর আহমেদুল ইসলাম বাবু, বিএসএসএজে’র উপদেষ্টা অধ্যাপক (অব.) অজয় মৈত্র।
এছাড়াও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও জাপানস্থ অ্যাকাডেমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া, সাংস্কৃতিক অভিযোজন, জাপানের জীবনযাত্রা এবং সঠিক প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০০ জন জাপানি ভাষার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাপানে শিক্ষার্থী প্রেরণকারী এজেন্সিগুলোর পরিচালক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সঠিক তথ্যভিত্তিক প্রস্তুতি ও জাপানের আইনকানুন সম্পর্কে সচেতনতা ভিসা সফলতার অন্যতম প্রধান উপাদান। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে এবং বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।
সেমিনার অংশগ্রহণকারী উল্লেখযোগ্য এজেন্সি সমূহ: রিজিক ইন্টারন্যাশনাল কোং লিমিটেড এবং জাপান এডুকেশন অ্যান্ড জব সেন্টার, বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল (বিজেএলএস), ইনোচি গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট, জেবি কোকুসাই গো গাকুইন, জাপান বাংলাদেশ ফাউন্ডেশন, মাইনিচি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, জেন জাপানিজ এডুকেশন কনসালটেন্সি, নেক্সাস গ্রুপ, সানশাইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, ঢাকা জাপানিজ, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ক্যাম্পাস এডুকেশন, ফিউচার একাডেমি, রাকু ফাউন্ডেশন, টোকিও এডুকেশন সেন্টার, সাইগাকু জাপানিজ একাডেমি, আইকন কনসালটেন্সি, ফুজিফ্লাই এডুকেশন কনসালটেন্সি, মিরাই নাভি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, নিহন আইটি অ্যান্ড কালচারাল একাডেমিসহ বিএসএসএজে’র অন্যান্য সদস্য প্রতিষ্ঠান সমূহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available