ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরের পর থেকে চলমান এই কর্মসূচিতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী।


ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি ও নীলক্ষেতগামী সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
ওমর ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, সাত কলেজ সক্রান্ত সংকটের প্রতিবাদ জানালে সরকার একটি আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয় এবং তার নাম দেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ভর্তি পরীক্ষা নেওয়া হলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ না দিয়েই কার্যক্রম শুরু করা হয়েছে, যা কতটা বৈধ তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘ইউনিভার্সিটি কার্যক্রম শুরুর পরও তারা বারবার টালবাহানা করে অধ্যাদেশের তারিখ পিছিয়ে দিচ্ছে। আমরা ক্লাস করতে পারি না, রেজাল্ট পাই না। এসব সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আমরা এখন একটাই দাবি করছি, রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available