নিজস্ব প্রতিবেদক: তিন দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। সেখান থেকে দুই দফা বেড়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৪ অক্টোবর শনিবার রাত ৯টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৫ অক্টোবর রোববার থেকে কার্যকর হবে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, রোববার থেকে ভাল মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৯২ টাকা বেড়ে এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হবে।
নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।
যেখানে ৪ অক্টোবর শনিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩২ হাজার ৭২৫ টাকায় বিক্রি হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available