• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৪৯:৩৫ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

দৌলতপুরে বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা

১৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০০:৫৭

সংবাদ ছবি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর ৬নং ওয়ার্ডে বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিষ্ণুপুর ঘুতু মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের মোট ১২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।

বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ডা. খান মজলিস বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আজকের এই বৃত্তি পরীক্ষার আয়োজন তারই একটি অংশ। ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক কাজে আরও ভালো উদ্যোগ গ্রহণ করতে চাই। সকলের দোয়া কামনা করছি।”

এ বিষয়ে দৌলতপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার (এটিও) ছাবিহা আক্তার বলেন, “বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের জন্য এমন সুন্দর ও সুশৃঙ্খল একটি বৃত্তি পরীক্ষার আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান খান জানান, “এই ওয়েলফেয়ার সোসাইটি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার আমাদের।”

বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মো. ইঞ্জিনিয়ার সুমন বলেন, “আমাদের সংগঠন সবসময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আজকের প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন তারই ধারাবাহিকতা। ইনশাআল্লাহ, আগামী দিনে শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বড় পরিসরে কাজ করবো।”

এ সময় স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা হলে তারা জানান, বৃত্তি পরীক্ষার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এক অভিভাবক বলেন,
“এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটির প্রতি আমরা কৃতজ্ঞ। এই উদ্যোগ আমাদের সন্তানদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us