• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:১৮ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

কসবায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

২৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবা উপজেলায় দীর্ঘ ২০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত মানববন্ধনটিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Ad
Ad

কসবা-আখাউড়া সড়কটিতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানারসহ বিশাল জনস্রোতকে বিক্ষোভ করতে দেখা যায়। অবিলম্বে চাপিয়ে দেয়া মনোনয়ন পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বিক্ষোভ মানবশৃঙ্খল ও মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে এই মহাসড়কটি।

মানববন্ধনটিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপস্থিত নেতাদের দাবি পুরো ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে বড় গণসমাবেশ।

মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা-আখাউড়া আসনে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

তারা বলেন, ‘বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা কবীর আহমেদ ভূঁইয়াই মনোনয়নের যোগ্য ও সর্বস্তরের জনপ্রিয় নেতা। বিএনপির তৃণমূলের সমর্থন উপেক্ষা করে কোনরূপ মাঠ জরিপ না করে চাপিয়ে দেয়া প্রার্থী বিএনপির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই অজনপ্রিয় সিদ্ধান্ত জনমতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। নির্বাচনী ফলাফলে ওই মনোনয়ন আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে হঠাৎ গজিয়ে ওঠা সিন্ডিকেটের প্রস্তাবিত প্রার্থী বার্ধক্যপীড়িত মুশফিকুর রহমানের বয়স ৯০ বছর যিনি কসবা আখাউড়া ১৭ বছর ধরে অনুপস্থিত। তিনি হঠাৎ প্রার্থীরা এসেছেন। জনগণ দেখতে পাচ্ছে তাকে দু’জন ধরে হাঁটাতে হয়। তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না। সভাস্থলে গিয়ে নিয়মিত ঘুমাচ্ছেন এবং বক্তব্যকালে তিনি অসংলগ্ন কথাবার্তাও বলছেন। এমন প্রার্থী দল ও জনগণের জন্য বিপজ্জনক। অথচ সিন্ডিকেটের কারসাজিতে তাকে কসবা আখাউড়ার জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

কসবা আখাউড়া একটি বৃহৎ কনস্টিটিউশন। ১৫টি ইউনিয়নে ২৩৫টি গ্রাম ও ২ পৌরসভায় ঘুরে ভোট চাওয়ার মতো সক্ষমতা মুশফিকুর রহমানের নেই। চার লক্ষ সতেরো হাজার ভোটারের কাছে কীভাবে পৌঁছাবেন বিএনপিও ধানের শীষকে? অথচ জনগণ অচল প্রার্থীকে কোনো অবস্থাতেই ভোট দিবেন না।

তারা আরও অভিযোগ করেন, কসবায় ৫ আগস্টের পর অ্যাকটিভ হওয়া ৬ জন রাজনৈতিক দুর্বৃত্ত নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুশফিকুর রহমানকে সামনে নিয়ে এসেছে।

বক্তারা বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করে দাবি করেন-সিন্ডিকেটের ছয়জন অতীতে আওয়ামী লীগের শাসনামলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সিন্ডিকেট করে ব্যবসা-বাণিজ্য করেছে।

৫ আগস্টের পর এখনো তারা পুলিশি হয়রানি, মামলা-হুমকি, দখলবাজি এবং “চাঁদাবাজি ও ১০% কমিশনের” রাজনীতি পুনরুজ্জীবিত করতে মাঠে সক্রিয়।

নেতাদের অভিযোগ-“ছয়জন মিলেই ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করেছে। সাধারণ মানুষ আতঙ্কিত। তারা আগের ত্রাসের সময়ে আর ফিরতে চায় না।”

বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন- কসবা আখাউড়ার দুর্দিনের কান্ডারী ত্যাগী নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়নে পুনর্বিবেচনা না করলে কসবা-আখাউড়া জোনে আরও কঠোর, দীর্ঘমেয়াদি এবং অবরোধধর্মী কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৃণমূলের চাপ ও গণসমর্থনের একটি অসাধারণ বার্তা, যা কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি কসবা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি কর্মী শাখার সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, বিএনপি কসবা পৌর শাখার সহ-সভাপতি মো. বশির চৌধুরী, যুবদল সভাপতি মাসুদুর রহমান এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
প্রতিপক্ষ যাই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না
২৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৪:৪৪


Follow Us