• ঢাকা
  • |
  • রবিবার ২১শে পৌষ ১৪৩২ সকাল ০৭:৫২:৩৪ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষনা

৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩০:২১

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জালাল উদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষনা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দীনের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Ad

৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার   মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

Ad
Ad

পরে অনুভূতি প্রকাশ করে ড. জালাল উদ্দিন বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। আমি দলের চেয়ারম্যান তারেক রহমান ও মতলব উত্তর- দক্ষিণের আপমর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন মতলব উত্তর দক্ষিণ জনগণের উন্নয়নে জন্য কাজ করতে পারি।

এসময় জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) মতলব উত্তর  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টর জালল উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us