• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৫০:৫১ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এনসিপির ও গণঅধিকারের বাধা

৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩২:৫৭

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে এনসিপি ও গণঅধিকার পরিষদের পক্ষে যৌথভাবে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তীব্র বাগবিতণ্ডা হতে দেখা গেছে।

Ad

৭ নভেম্বর শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় জাতীয় পার্টির কেরানীগঞ্জ উপজেলা আহ্বায়ক রমজান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে চুনকুটিয়া চৌরাস্তায় আফসার আলী ভবনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে পুলিশের অনুমতি না পেয়ে তারা সম্মেলন বন্ধ করে দুপুরে গোলাম বাজার এলাকায় রমজান মেম্বারের বাসায় দুপুরের খাবার খাওয়ার জন্য জড়ো হয়। এ খবর পেয়ে কেরানীগঞ্জের এনসিপি ও তাদের অঙ্গ সংগঠন যুবশক্তি এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান এখানে হতে দেওয়া হবে না বলে বাধা প্রদান করে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

পরবর্তীতে এনসিপি ও গণঅধিকার নেতৃবৃন্দ গোলামবাজার ব্রিজের পাশে অবস্থান নিলে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিকল্প পথে মহাসচিবকে নিরাপদে অবস্থান ত্যাগ করতে গাড়িতে তুলে দেন।

এ সময় এনসিপির পক্ষ থেকে কেরানীগঞ্জে উপজেলা আহ্বায়ক আল আমিন মিনহাজ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। কেরানীগঞ্জের মাটিতে তাদের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিবের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কেন্দ্রীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪



সংবাদ ছবি
চাটমোহরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৭


Follow Us