• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৩২:০১ (06-Dec-2025)
  • - ৩৩° সে:

গজারিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮

৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১৮:১৩

সংবাদ ছবি

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশালমিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। এ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদ। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামানের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিউদ্দিনের সমর্থকেরা।

Ad
Ad

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেন মহিউদ্দিনের সমর্থকেরা। বিকেলে মশাল মিছিলের কার্যক্রম শুরু হয়। সে সময় কামরুজ্জামানের সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও উপজেলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে আলী হোসেন বলেন, আমারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় তারা আমাদের উপর হামলা চালিয়ে আমার গাড়ি, অফিস ভাংচুর ও ৬-৭ জনকে পিটিয়ে আহত করে।

হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা বলেন, কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত, লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এই সময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে আমরা তাদের প্রতিহত করি।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, এই ঘটনা মূলত বিএনপির দুই গ্রুপের না। কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত, তারা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।

বিষয়টা নিয়ে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেব প্রদান
৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩১:৩৭

সংবাদ ছবি
সিলেটে ৮ দলের সমাবেশ শুরু
৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:২৬:০৮




সংবাদ ছবি
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরীয়া রাই
৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:১৩



Follow Us