রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ নভেম্বর শনিবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও গর্জনতলী থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা (৪৮) ও রিজার্ভ বাজারের ১নং ওয়ার্ড ইউনিট ছাত্রলীগের সভাপতি সৌরভ দে।
কোতয়ালী থানা কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করছি। এ অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available