• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:৫১:৩২ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

দুর্গম পাহাড়ি এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

২২ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৯:২৯

সংবাদ ছবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দুর্গম এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Ad

২২ নভেম্বর শনিবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নারায়ণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন তৌফিক ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ড. ফারিয়া প্রায় তিন শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Ad
Ad

এ সময় মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত সেবা প্রদানকারীদের সাথে কৌশল বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল্য কামনা ক‌রেন।

উপস্থিত সেনাবাহিনীর কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us