• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:২১:০৬ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

১১ মাস পর মিরান হত্যার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৭:৪৮

সংবাদ ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে মিরান খান (৩৮) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতার মো. তন্ময় শেখ (৩০) হত্যাকাণ্ডের দীর্ঘ প্রায় ১১ মাস পর ধরা পড়লেন।

Ad

১০ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জয়নালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার তন্ময় শেখ কোতোয়ালি থানার পূর্ব আলিয়াবাদ গ্রামের ওমর শেখের ছেলে।

র‍্যাব জানায়, ব্যবসায়িক বিরোধের জেরে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে আসামি তন্ময় শেখ ও তার সহযোগীরা কৌশলে ভিকটিম মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে ডেকে নেয়। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিরানের ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

ঘটনার একপর্যায়ে ভিকটিম মাটিতে পড়ে গেলে আসামি তন্ময় শেখ তার বুকের ওপর চড়ে বসেন। এরপর হাতে থাকা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে ভিকটিমের দুই চোখ উপড়ে ফেলেন। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা মিরানকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় স্থানীয় একটি মসজিদের মাঠে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা খবর পেয়ে মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ১৪) দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহায়তা চান। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মামলার প্রধান আসামি তন্ময়কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

রাতে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাছ বিক্রি করে ভোট চাইলেন মাসুদুজ্জামান
১১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:১০






সংবাদ ছবি
লংগদুতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৪০




Follow Us