 
                        
                        
                        
                        সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের ভাবমূর্তি বিনষ্ট করা ও ফেক আইডি দিয়ে ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আরামনগর বাজার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিষাবাড়ীর মানুষের প্রতিবাদী আওয়াজ, আদি বিএনপি সরিষাবাড়ী, আমি সাধারণ মানুষ সরিষাবাড়ী, ভয়েজ অফ সরিষাবাড়ী, রাহা চৌধুরী, সময়ের আয়না, দি মিরর টাইম, তরুনদের ধানের শীষসহ বিভিন্ন নামে ফেক আইডি খুলে আমার নামে, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নামে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ।


তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যমুনা ফার্টিলাইজার কারখানায় লেবার কন্ট্রাক্ট ঠিকাদারি কাজের বিষয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আল মোমিন গ্রুপের কাউকে চিনিও না জীবনে কোন দিন দেখাও হয়নি। ইতোমধ্যে এসব বিষয় নিয়ে আমি, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম থানায় পৃথক কয়েকটি সাধারণ ডায়েরি করেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল প্রমুখ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘থানায় এইসব বিষয়ে কয়েকটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available