সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, সেনবাগ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মিনারুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available