যশোর প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। পরে পরিচয় নিশ্চিত করে বেনাপোল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, ভারত যাওয়ার প্রক্রিয়াকালে ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম কালো তালিকাভুক্ত। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ইমিগ্রেশন সূত্রে আরও জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রগুলো অভিযোগ করেছে, সব অপরাধীর নাম ইমিগ্রেশনের তালিকায় না থাকায় অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। একটি চক্র বিভিন্ন মামলার আসামিদের ভারতে পালাতে সহায়তা করছে বলেও অভিযোগ রয়েছে। ওই চক্রের সঙ্গে কাস্টমস ও ইমিগ্রেশনে অবস্থানরত কিছু বহিরাগত এনজিও সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available