মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী (৭১)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

২০ ডিসেম্বর শনিবার (ভোরে) বার্ধক্যজনিত কারণে তিনি মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মৃত্যুর পরদিন দুপুরে খন্দকবাড়িয়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
গার্ড অব অনার শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে খন্দকবাড়িয়া এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আমজাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ।
বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের মৃত আনার আলী মন্ডলের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available