গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে পরিত্যক্ত ইটভাটার জমিতে বিষাক্ত প্রক্রিয়ায় গরুর চামড়া পুড়িয়ে মৎস্য ও মুরগির খাদ্য এবং কয়েল তৈরির অভিযোগ উঠেছে। এতে মারাত্মক বায়ুদূষণে এলাকার পরিবেশ বিপন্ন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামে একটি পরিত্যক্ত ইটভাটার জমিতে রাতের আঁধারে হাজার হাজার মণ গরুর চামড়া পোড়ানো হয়। প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এই কারখানায় কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এ কার্যক্রম। চামড়া পোড়ানোর তীব্র উৎকট গন্ধে আশপাশের বসতবাড়ির মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো তদারকি নেই। নিয়মিত এই বিষাক্ত ধোঁয়া নিশ্বাসের সাথে শরীরে প্রবেশ করায় শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত এই কারখানা বন্ধ করা না হলে এলাকায় বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় নেমে আসতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
কারখানার ম্যানেজার মকবুল হোসেন জানান, প্রতিষ্ঠানটির মালিক কাপাসিয়া উপজেলার বাসিন্দা সুরুজ মিয়া। তবে এ বিষয়ে বক্তব্য জানতে সুরুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।


গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আরিফিন বাদল এ বিষয়ে জানান, শ্রীপুরে চামড়া পুড়িয়ে মৎস্য খাদ্য তৈরির বিষয়টি তিনি মাত্র অবগত হয়েছেন। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available