• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ সকাল ১০:১৪:৫৬ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে আওয়ামী লীগের ১২ জন গ্রেফতার

১৩ নভেম্বর ২০২৫ সকাল ০৮:২৯:৩২

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১২ জনকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১২ নভেম্বর বুধবার ভোররাতে হতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে।

Ad
Ad

পুলিশের তথ্যে জানা যায়, গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মো. আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর ঘনেশ্যাম গ্রামের মো. আজিজুল ইসলাম (৪৮), তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গোলজার হোসেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস আদিতমারী উপজেলার মো. আলমগীর হোসেন (৩৭), সদর উপজেলার হারাটী ইউনিয়নের যুবলীগ কর্মী মো. জাহেদুল ইসলাম (৪৩), সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগ কর্মী মো. সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০)। এছাড়াও রাজপুর ইউনিয়নের মতিনাল রায়ের ছেলে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নারায়নকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us