নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপি ২শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলা।

১৪ জানুয়ারি বুধবার উপজেলার ঝুপদুয়ার এলাকায় শুরু হয়েছে মেলার আয়োজন। যা চলবে শুক্রবার পর্যন্ত।


হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে তিন দিনের এ গ্রামীণ পৌষ মেলায় বিশাল এলাকা জুড়ে বসেছে সারি সারি হরেক রকমের দোকান। হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।
সরেজমিনে দেখা যায়, মেলায় বাংলার গ্রামীণ মুখরোচক নানা খাবার, প্লাস্টিক পণ্য, নারীদের বিভিন্ন প্রসাধনী ও শিশুদের খেলনাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা চলছে।
গ্রামীণ এ পৌষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় হরেক রকমের মিষ্টি ও জিলাপী। এছাড়া কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রও বিক্রি হয় মেলায়।
স্থানীয়রা জানান, ২শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসে এ মেলা। দূরদূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসে এখানে।
মেলা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জল প্রাং বলেন, ২শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এইবারও শান্তিপূর্ণভাবে মেলাটি উদযাপন হচ্ছে। নলডাঙ্গার ঝুপদুয়ার গ্রামবাসী প্রতিবছর পৌষের শেষে কালীপূজা উপলক্ষে গ্রামীণ এ পৌষ মেলার আয়োজন করে আসছে। মেলায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে নলডাঙ্গা থানা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available