মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়।

প্রতিদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও গ্রামীণ এলাকায় ছুটে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রার্থীকে দোরগোড়ায় পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী।


ভোটাররা বলছেন, বহুদিন পর আবারও নির্বাচনী উৎসবের আমেজ ফিরেছে এলাকায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উচ্ছ্বাস আগামী নির্বাচনে ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল ১০ নভেম্বর সোমবার তিনি সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে টানা আটটি নির্বাচনী জনসভা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া এ প্রচারণা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। জনসম্পৃক্ত এসব সভায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
পূর্ব আটিগ্রাম এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল রসিদ দেওয়ান বলেন, “আমাদের এই সীমান্তবর্তী এলাকায় আগে কোনো সংসদ সদস্য প্রার্থী আসেননি। আজ ধানের শীষের প্রার্থীকে কাছে দেখে মন ভরে গেছে। আমরা শুধু ভোটই দেব না, ধানের শীষের জন্য কাজও করব।”
শামসুন্নাহার বলেন, “আমরা নারী হিসেবে চাই একজন শিক্ষিত, পরিশ্রমী ও মানবিক প্রার্থী আমাদের প্রতিনিধিত্ব করুন। রিতা আপা আমাদের মাঝে এসে কথা শুনছেন, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করবেন।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাঠে আফরোজা খানম রিতার সক্রিয় উপস্থিতি বিএনপিকে সংগঠিত করতে নতুন প্রাণ সঞ্চার করছে। তাদের মতে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তৃণমূলে বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নারী প্রার্থী হওয়ায় নারী ভোটারদের অংশগ্রহণও দৃশ্যমানভাবে বেড়েছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনের ভোটের মাঠে বিএনপির এই সংগঠিত উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available