মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার বিকালে মধুপুর থানা প্রাঙ্গণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন গির্জার প্রতিনিধি ও নেতাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ঘাটাইল থানায় অফিসার ইনচার্জ মো. মীর মোশাররফ হোসেন, ধনবাড়ি থানায় ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনযেত্রা, ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি রনজিত নকরেক, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অর্চনা নকরেক প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম জানান, মধুপুর অঞ্চলে বসবাসরত খ্রিস্টানদের বড় দিন যাতে সুন্দর ভাবে নির্বিঘ্নে করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে। প্রতিটি গির্জায় ও গ্রাম পুলিশ টহল থাকবে। এসময় মধুপুর থানার পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন গির্জার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available