শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও অসহায়দের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

৫ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শরীয়তপুর স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।


এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৫শতাধিক মানুষ এই মানবিক সেবা নিয়েছেন। এমন উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেবা গ্রহণের জন্য সেনা ক্যাম্পে উপস্থিত হচ্ছেন। বিশেষ করে গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সিএমএইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকদল উপস্থিত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
বাংলাদোশ সেনাবাহিনীর আয়োজক কর্মকর্তাগণ জানিয়েছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করা।
এ কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরের সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবা ও সচেতনতা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টির আবহ তৈরি হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available