লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বরকলে দুর্গম সীমান্তবর্তী এলাকার জনসাধারণে জীবনমান উন্নয়নে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে নানা রকম জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


তারই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিজিবি সদ্যদের নিরলস পরিশ্রমে রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে লক্ষাধিক টাকা খরচ করে ৩৩টি কাঠের ব্রিজ তৈরি করেছে।
এই ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীসহ সীমান্তবর্তী জনসাধারণের দৈনন্দিন চলাচলে অভাবনীয় পরিবর্তন এসেছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণ এই ব্রিজ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছেন।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, ‘জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা চাই সীমান্তবর্তী প্রতিটি গ্রাম উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাক এবং মানুষ শান্তিতে বসবাস করুক।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available