• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:৫৮:৪৩ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:২৯

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Ad

১৪ ডিসেম্বর রবিবার ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে দুই দফায় তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (১৬ বিজিবি) সদস্যরা তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

Ad
Ad

আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আটকরা হলেন নজরুল (৪৭), আলমাস আহমেদ (৩৬), অহিদ সরকার (৩৮), রাকিব (৯), আ. খালেক (৫৫), সালমা বেগম (৪০), রুনা (৩৬), ছুফিয়া বেগম (৪০), জরিনা বেগম (৩০), পারভিন (৪৮), রিয়া পলি (১৩), নাসিমা খাতুন (৩৮), ফরিদা বেগম (৪০), ফতেজা আক্তার (৩৬) ও বিথি খাতুন (৯)।

তাদের দাবি, তারা সবাই ঢাকা, খুলনা, সাতক্ষীরা, মানিকগঞ্জ, যশোর, নড়াইল জেলার বাসিন্দা।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুরের বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান জানান, ‘ভোরে সীমান্ত দিয়ে ভারত ১৫ জনকে পুশইন করেছে। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবি তাদের আটক করে।’

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিভিষণ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ‘পুশইনের ঘটনায় আটক বাংলাদেশি নাগরিকদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মুস্তাফিজ বেঙ্গালুরুতে, গুজরাটে সাকিব
১৪ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৩:২৮






সংবাদ ছবি
কালামপুরে গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ৪
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৫:০০



সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪


Follow Us