• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৫:৫৮:২৩ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কচুয়া থানার ওসির কম্বল বিতরণ

৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৪:২৫

গভীর রাতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কচুয়া থানার ওসির কম্বল বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গভীর রাতে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন।

Ad

তিনি চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল ও ভবঘুরে মানুষ এবং রাতে কচুয়া বাজার, রহিমানগর বাজার ও পালগিরি বাজারসহ বিভিন্ন বাজারের পাহাড়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Ad
Ad

এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এই মানবিক কার্যক্রমে শীতার্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটে ওঠে।

পুলিশ প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us