সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ–২’ শীর্ষক বিশেষ অভিযানে আলোচিত যুবলীগ নেতা তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ জানুয়ারি বুধবার ছাতক থানার নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে উত্তর খুরমা ইউনিয়নের এই প্রভাবশালী নেতাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, তাজ উদ্দিন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা একটি মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এলাকায় বিভিন্ন অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাজ উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।
গ্রেফতার পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available