• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৩১ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন

৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৭:৩৭

সংবাদ ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের ফেসবুকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

Ad

৮ ডিসেম্বর সোমবার দুপুরে মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এডহক কমিটি সদস্য মোশাররফ হুসেন নজরুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের পরিচালনায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

Ad
Ad

এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন, এমদাদুল হক, রইছ মিয়া, শাহিদ মড়ল, সাইফুল ইসলাম চৌধুরি, হাজ্বী আব্দুল মতিন, আব্দুল মালেক, মুসলেম উদ্দিন, শাকিল, আমজাদ হুসেন বাবুল, শাহ আলম, ইকবাল, নাজমুল, মোফাজ্জল হাসান, হযরত আলী, হিরন মিয়া, আবুল কাশেম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। কিন্তু আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শিক্ষকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করেছেন। তার এ মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে আহত হয়েছেন। প্রতিবাদকারীরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তার কাছ থেকে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলের পরিবেশ রক্ষার্থে কঠোর ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫
৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:৫১











Follow Us