• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:৩৪ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়া হবে: বাবুল

৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৫৪

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারের নারী অভিভাবকদের ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনেরা ঘরে বসেই সরকারি বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।

Ad

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের কল্যাণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

Ad
Ad

৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃধা বাড়ির উঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দেশের ও মানুষের প্রয়োজনে আল্লাহপাক যেন তাকে সুস্থ রাখেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিল এবং মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা চালু করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে দুঃস্থ ও অসহায় প্রায় ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ
৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩১:০২

সংবাদ ছবি
ফের ঢাকায় সুরের ঝড় তুলতে আসছেন আতিফ আসলাম
৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:১১




Follow Us