স্টাফ রিপোর্টার, পিরোজপুর : পিরোজপুর–২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন এর মনোনয়ন প্রার্থিতা বাতিল করেছেন পিরোজপুর জেলা রিটার্নিং অফিসা আবু সাঈদ।

৩ জানুয়ারি শনিবার বিকেল ৩ টা পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট সভা কক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র ঋণখেলাপি থাকার দায়ে বাতিল
ঘোষানা করেন। পিরোজপুর জেলা রিটার্নিং অফিসার আবু সাঈদ যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন।


রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় প্রমাণিত হয় যে তিনি সংশ্লিষ্ট
ব্যাংক ঋণ খেলাপি। নির্বাচন আইন অনুযায়ী ঋণখেলাপি প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিদ্যমান আইন অনুসরণ করেই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আইনের ব্যত্যয় হলে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন বলেন,“৮ দিন আগেও আমি ঋণখেলাপি ছিলাম না, আমাকে ৮ দিনের ব্যবধানে যে ঋণখেলাপি দেখানো হয়েছে এবং যার ভিত্তিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তা আইনত সঠিক নয় এ ব্যাপারে নির্বাচন কমিশনা অফিসে আমি আপিল করতে ঢাকা যাচ্ছি ইনশাল্লাহ আমি মনোনয়নপত্র ফিরে পাবো”।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available