• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:০০:২৮ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

২৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৮:০২

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Ad

২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টার দিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শুরুর প্রায় আধা ঘণ্টা পর একদল লোক হঠাৎ লাঠিসোঁটা নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

আরেক ব্যবসায়ী জানান, গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধ ছিল। তবে সম্প্রতি নিজেদের স্থানীয় যুবদল নেতা পরিচয় দিয়ে একটি গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করে। এর প্রতিবাদেই মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

হামলার পর ব্যবসায়ীরাও ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া দেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন।

এদিকে স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত। তার দাবি, এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে অন্যজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৩:১২




ঘোড়াঘাটে রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
ঘোড়াঘাটে রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৪১


বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশে তারেক রহমান
বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশে তারেক রহমান
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:২২




Follow Us