• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:০০:৩০ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

১৬ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৪:২৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Ad

১৫ নভেম্বর শনিবার রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

এর আগে ১৫ নভেম্বর শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাঙামাটিতে পুলিশি অভিযানে গ্রেফতার ২
১৬ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৬:৪৭







সংবাদ ছবি
মধ্যরাতে হাজারীবাগে বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২৭:৩৩



Follow Us