• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ সকাল ০৬:৪০:২০ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

ইবিতে আন্তঃহল ও আন্ত বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪৫:২৮

ইবিতে আন্তঃহল ও আন্ত বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে।

Ad

১৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

Ad
Ad

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শেখ মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মো. রশিদুজ্জামান এবং উপ-পরিচালক মাবিলা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, ‘সহনশীলতা, অপরের প্রতি শ্রদ্ধাবোধ, অনেকের মাঝে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরা এবং শারীরিক সক্ষমতা অর্জন, এগুলোই স্পোর্টসের মূল উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, বর্তমান শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর যুগে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। এজন্য শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।

প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা গড়ে ওঠে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই প্রতিযোগিতায় কেউ বিজয়ী, কেউ বিজিত হবে কিন্তু মূল লক্ষ্য হবে ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একটি আদর্শ যুবসমাজ গঠন। জুলাই বিপ্লবে ছাত্ররাই পরিবর্তনের মহানায়ক, যারা নিজের ভবিষ্যৎ, সমাজ ও দেশকে পরিবর্তন করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
বামনায় রাষ্ট্রীয় শোক পালনে অবহেলা
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১৫:০৫

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন মুরসালীন
১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৫:৪৩




বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
বিএনপির গুলশান কার্যালয়ে জামায়াত আমির
১ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৩:১২






Follow Us