• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ সকাল ১০:৫৪:৩৬ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় ৫৭ জন গ্রেফতার

২৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৬:৩৮

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ২৪ ঘণ্টায় ৫৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার হয়েছে।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ, সূত্রাপুর, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শেরেবাংলা নগর, উত্তরখান, শাহবাগ ও ওয়ারী থানা পুলিশ অভিযান চালায়।

এর মধ্যে লালবাগ থানা একজন, সূত্রাপুর থানা দু’জন, মিরপুর থানা একজন, মোহাম্মদপুর থানা ১৮ জন, তেজগাঁও থানা একজন, পল্লবী থানা দু’জন, খিলগাঁও থানা একজন, হাজারীবাগ থানা তিনজন, যাত্রাবাড়ী থানা চারজন, গেন্ডারিয়া থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা একজন, উত্তরখান থানা একজন, শাহবাগ থানা ১৫ জন ও ওয়ারী থানা একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলো– মো: মনির হোসেন (৪১), এস এম জহিরুল ইসলাম (৫০), মো: কামরুল ইসলাম (৫৬), মো: সাইফুর রহমান ওরফে সাগর (৩২), রাকিব (২১), রুদ্র (২২), সাগর (২০), সাখাওয়াত (২৭), শুকুর (৪৫), বাচ্চু (৩৫) জোবায়ের লিডার জুবায়ের (২৩), মুস্তাক রনি (৪০), শামীম (৩৫), রানা ওরফে বুলু (২২), আমজাদ (২২), তৌসিফ (২২), শাহীন ওরফে রাজিব (৩০), মনির (২৬), ফয়সাল (৩৫), আলমাস (২০), জুয়েল (৩২) ও তাসলিমা (২১), ফাতেমা ওরফে ফতে (২৮), মো: লিমন (২৫), হেমা আক্তার (২০), মো: আজিজুল (৩০), মো: মিন্টু (৪৫), মো: ওয়াসিম (৫০), মো: ইমরান হোসেন (৩২), মো: ইমন (১৯), জয় চন্দ্র সরকার (১৪), মো: ফরিদুল ইসলাম জয় (২৬) ও মো: শুক্কুর আলী ওরফে ইমন (২৫), মো: রাব্বি উল্লাহ (২৬), ওমর ফারুক, মো: জাহিদুল জাহিদ (৩৮), ফাতেমা আক্তার ওরফে প্রেমা (২২), মো: জনি (৩৫) ও মো: সজিব (২৫), নূর শাহীন (৬৫), মো: ইকরামুল ইসলাম শিপলু (৪০), ইমরান শেখ (২৪), রাজীব দেবনাথ (৩২), আলামিন (১৯), মো: মহিদুল ইসলাম (২৮), মো: রোমান মিয়া (২৭), মো: জিহাদ ইসলাম (১৯), মো: শাহাবুদ্দিন (৫২), মো: সেন্টু (৪৪), নুর ইসলাম (৪৫), মো: হোসেন (২৩), মো: সবুজ (২৫), রিফাত হোসেন (১৯), জামাল উদ্দিন (৩৫), মো: তারেক (২৪), মোমো: আক্তার হোসেন (৩০) ও মাহমুদ হাসান ওরফে মাহিন (২৮)।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার
২৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৭:৪০




Follow Us