বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। ২৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় বদলগাছী চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল ও এই মাদকসহ তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলো মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম(৩০) ও একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গনেশপুর ইউনিয়নের নাদের খাঁর ছেলে জাহাঙ্গীর আলম(৩০)।


যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে বাইক থামানোর সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশিতে তাদের শরীর থেকে ৮০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘জব্দ করা ট্যাপেনটাডোল ট্যাবলেট স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে।’
বদলগাছী থানার (ওসি) লুৎফর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান!’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available