• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ দুপুর ০২:০২:৪৭ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় কার্নেগি মেলন রোবোটিকস প্রশিক্ষণ শুরু করল আইএসডি

২২ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৩:২৯

ঢাকায় কার্নেগি মেলন রোবোটিকস প্রশিক্ষণ শুরু করল আইএসডি

অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) চতুর্থ থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি বিশেষ শিক্ষা কার্যক্রম চালু করেছে। এই কর্মসূচি বিশ্বখ্যাত কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা বাংলাদেশের স্কুল পর্যায়ের অন্যতম আধুনিক রোবোটিকস উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad

কর্মসূচিটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং এআই, অটোমেশন ও রোবোটিকস খাতে তাদের প্রস্তুতি নিশ্চিত করবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রতি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ৯০ মিনিটের ক্লাস অনুষ্ঠিত হবে।

Ad
Ad

আইএসডি’র পরিচালক স্টিভ কল্যান্ড-স্কোবল বলেন, ‘বিশ্ব অর্থনীতি দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজাইন থিংকিংয়ের দিকে এগোচ্ছে। ছোটবেলা থেকেই রোবোটিকস ও এআই শেখা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর এই বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়ক হবে।’

প্রশিক্ষক জর্জ ক্যারিংটন বলেন, ‘শিক্ষার্থীরা শুধু রোবট তৈরি শিখছে না, বরং তাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং ও সমস্যা সমাধানের দক্ষতাও গড়ে উঠছে। বাস্তব জীবনের সঙ্গে রোবোটিকস ও এআই-এর সম্পর্ক বোঝাতে এটি শিক্ষার্থীদের সহায়তা করছে।’

শিক্ষার্থী রানিয়া আহমেদ বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে। আমরা রোবট কোডিং শিখেছি এবং দলগতভাবে কাজ করার দক্ষতাও অর্জন করেছি।’

প্রোগ্রামের বিস্তারিত: 
৪-৫ গ্রেড: লেগো রোবোটিকস বিগিনার লেভেল ফি ১৫,০০০ টাকা

৬-৭ গ্রেড: ইন্টারমিডিয়েট ভিইএক্স আইকিউ প্রোগ্রাম ফি ২০,০০০ টাকা

৮-১০ গ্রেড: অ্যাডভান্সড ইন্টারমিডিয়েট ভিইএক্স এক্সপি ফি ২০,০০০ টাকা

১১-১২ গ্রেড: অ্যাডভান্সড ভিইএক্স ভি৫ ও আরইভি রোবোটিক্স ফি ২৫,০০০ টাকা

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক কোডিং ও লজিক্যাল থিংকিং থেকে শুরু করে স্বয়ংক্রিয় রোবট ডিজাইন, রিয়েল-টাইম ডেটা ব্যবহারের দক্ষতা এবং এডাপটিভ কন্ট্রোল ও ডেটা-নির্ভর বিহেভিয়রের মতো এআই বিষয় শিখবে।

কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কার্নেগি মেলন রোবোটিকস অ্যাকাডেমি (সিএমআরএ) থেকে সনদপত্র পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us