উত্তরা প্রতিনিধি: জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টর পাবলিক স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং এলাকা ঘুরে বিএনএস এলাকায় এসে শেষ হয়।


মশাল মিছিলে জুলাই রেভেলসের প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম কাজল অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের নেতা আলতাফের নেতৃত্বে জুলাই রেভেলসের অস্থায়ী কার্যালয়ে এসে জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলায় জুলাই যোদ্ধা রেদোয়ানসহ একাধিক ব্যক্তি আহত হন।
তিনি বলেন, ‘জুলাই যুদ্ধের পরও আওয়ামী লীগের প্রেতাত্মারা কীভাবে সংগঠনের কার্যালয়ে হামলা চালানোর সাহস পায় এটি অত্যন্ত উদ্বেগজনক। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
মিছিল থেকে বক্তারা আহতদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পাবে না। জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানেই গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।
মশাল মিছিলে ২৪ জুলাই যোদ্ধা সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available